DoS/ DDos (ডিডস) কি? ডিডস অ্যাটাকের বিভিন্ন টার্গেট, পদ্ধতি ও টুল
---DOS (ডস) কাকে বলে?
DoS অ্যাটাক কি?
DoS অ্যাটাক মানে ” ডিনায়াল-অফ-সার্ভিস (DDoS) অ্যাটাক” এবং এটি একটি সাইবার ক্রাইম যেখানে সাইবার হ্যাকাররা ওয়েব সার্ভারে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার ডাউন করে দেয় সাময়িক সময়ের জন্য অথবা নির্দিষ্ট একটি সময়ের জন্য।
সহজ কোথায় একটি ডিভাইস এর সাহায্যে নির্দিষ্ট একটা ওয়েব সাইট কিংবা সার্ভার কে সাময়িকভাবে বা অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিয়ে ঐ ওয়েব সাইট কিংবা সার্ভারে কাউকে প্রবেশ করতে না দেয়াই হচ্ছে Denial of Service Attack(Dos) !
DDOS (ডিডস) কাকে বলে?
ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অফ সার্ভিস বা ডিডস হলো মাল্টিপল ডিভাইস ইউজ করে একটি সেম টার্গেটে অ্যাটাক করা। ডস অ্যাটাক যেখানে একটি সিস্টেম ইউজ করে করা হয় কিংবা একজন হ্যাকার কাজটি করে, সেখানে ডিডস অ্যাটাকে অনেকগুলো ডিভাইস ইউজ করা হয়, বা কয়েকজন হ্যাকার মিলে কাজটা করে।
---
ধরুন আপনার একটি Business ওয়েবসাইট আছে। সেখানে আপনি বিভিন্ন পণ্য/সেবা বিক্রি করেন এবং অনেক কাস্টমার আপনার এই সার্ভিস ইউজ করে। এ কারনে উক্ত ওয়েবসাইট পরিচালনার জন্য আপনি অনেক বেশি স্পেস এবং ব্যান্ডউইথ সহ হোস্টিং কিনলেন। কোন কারনে আপনার ওয়েবসাইট কোন হ্যাকারের খারাপ নজরে এলো। সে যদি আপনার ওয়েবসাইট স্লো বা অফলাইন করে দিতে চায় তাহলে তাকে ডিডস অ্যাটাকের সাহায্য নিতে হবে। আর এভাবে ওয়েবসাইটটির ব্যান্ডউইথ নষ্ট করে দিয়ে ওয়েবসাইটটিকে সার্ভার থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং কেউ ওয়েবসাইটটিতে আর ভিজিট করতে পারেনা।
---
DOS/DDOS ডস বা ডিডস অ্যাটাকের মূল টার্গেট?
সাধারণত নিম্মোক্ত কারণগুলোর কারণে হ্যাকাররা DDoS অ্যাটাক করে:
কোন সার্ভিস বা ওয়েবসাইটের মালিক কে পছন্দ না হওয়া, অবৈধ সার্ভিস, ব্যক্তিগত শত্রুতা, শেখার জন্য, অন্যের ক্ষতি করা বা ব্ল্যাকমেইল করা, রাজনৈতিক শত্রুতা।
---
সাধারণত এই ধরনের ওয়েবসাইটগুলোতে DDoS অ্যাটাক বেশি দেখা যায় :
অনলাইন ক্যাসিনো
> সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা করে এমন ওয়েব সার্ভিস
> অনলাইনে কেনাকাটা করা যায় এমন ওয়েবসাইট
> গেম সার্ভার
> অ্যাডাল্ট ওয়েবসাইট
> অনলাইন নির্ভর সার্ভিস ওয়েবসাইট
---
DOS/DDOS ডস বা ডিডস অ্যাটাকের বিভিন্ন পদ্ধতি :
> UDP Flood
> SYN Flood
> Ping of Death
> Slowloris
> HTTP Flood
> Zero-day DDoS Attacks
---
DOS/DDOS ডস বা ডিডস অ্যাটাকের বিভিন্ন টুলস :
যে সকল টুলস দিয়ে এই অ্যাটাক করা হয় তাদের মধ্যে অন্যতম কিছু টুলসের নাম:
1. LOIC (Low Orbit Ion Canon)
2. HOIC (High Orbit Ion Canon)
3. Ping Of Death
এই টুলগুলো ব্যবহার করা খুবই সহজ।
0 Comments