Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বাংলাদেশ লোকাল গাইডের ৭ম বর্ষপূর্তি উদযাপন

 


বাংলাদেশ লোকাল গাইড গুগল অনুমোদিত ম্যাপভিত্তিক একটি ভলান্টিয়ার কমিউনিটি। পৃথিবীর বিভিন্ন দেশে এ কমিউনিটির চ্যাপ্টার রয়েছে। মূলত এ কমিউনিটির সদস্যরা গুগল ম্যাপে নির্ভুলভাবে বিভিন্ন রাস্তা, প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা যুক্তকরণ ও অন্যান্য তথ্য হালনাগাদ এবং ম্যাপে ভুল তথ্য সংশোধন করে থাকে। 

কখন কী খোলা থাকবে বা বন্ধ থাকবে, সময়সূচি, ওয়েবসাইট লিংক, ফোন নম্বর, ছবি যুক্ত করা, সার্ভিস গ্রহণ এরপর রিভিউ দিয়ে থাকে জায়গাটা কেমন তা তুলে ধরা, হুইল চেয়ার প্রবেশ করে কিনা, কিডস ফ্রেন্ডলি কিনা, পার্কিং ব্যবস্থা আছে কি নেই, করোনা মহামারি চলাকালীন কোনো প্রতিষ্ঠান মাস্কসহ প্রবেশ নিয়ে যাচাই করে কিনা এবং অন্যান্য প্রশ্নের উত্তর দিয়ে থাকে যা অন্য কোনো ম্যাপ ব্যবহারকারীকে সহজেই তার তথ্য খুঁজে পেতে সাহায্য করে।

মূলত  গুগল ম্যাপ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও সাবলীল এবং ম্যাপের উপযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভলান্টিয়াররা বিনা পারিশ্রমিকে কাজ করে থাকেন।

মাহাবুব হাসান বক্তব্য দিচ্ছেন

 হোস্ট সিরাজুল আজাদ  ও মডারেটর মাহবুব হাসান

বাংলাদেশে ২০১৪ সালে শুরু হওয়া এ কমিউনিটির বর্তমানে সারা দেশজুড়ে ৬ হাজারের অধিক সদস্য রয়েছে, যারা একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের ম্যাপকে তথ্যবহুল, নির্ভুল এবং সঠিক করার জন্য। বাংলাদেশ লোকাল গাইড ম্যাপভিত্তিক কার্যক্রম ছাড়াও এ কমিউনিটি বিভিন্ন সমাজসেবামূলক এবং দেশীয় চেতনায় উদ্বুদ্ধকরণে কাজ করে থাকে। 


গত ১১ জুন হয়ে গেল বাংলাদেশ লোকাল গাইডের ৭ম বর্ষপূর্তি ও ১৬১তম মিটআপ অনুষ্ঠান। এবারের আয়োজনে সারা বাংলাদেশ থেকে বিশেষ প্রক্রিয়ার বাছাই করে ১২০ জন লোকাল গাইডকে নির্বাচিত করে আমন্ত্রণ জানানো হয় ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। এবারের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি শক্তি ও এর সাশ্রয়ী করার সুযোগ’।

ফটোগ্যালারী

মিট আপটি বর্তমান সময়ের জনপ্রিয় এবং দেশের সব চেয়ে বড় রেস্টুরেন্ট Project Hilsa তে অনুষ্ঠিত হয়েছে।

লোকাল গাইডগণ


৭ম বর্ষপূর্তি অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন লোকাল গাইড সিরাজুল আজাদ। তিনি গুগল ম্যাপে বাংলাদেশের বিভিন্ন তথ্য নির্ভরযোগ্য ও আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার জন্য সব লোকাল গাইড সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি আরও তুলে ধরেন গুগল লোকাল গাইডের ধারাবাহিক কার্যক্রমগুলো। কমিউনিটি মোডারেটর মাহাবুব হাসান গুগল ম্যাপ কমিউনিটির নানা কলাকৌশলের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।




উল্লেখ্য, মাহাবুব হাসানের নেতৃত্বে বাংলাদেশ লোকাল গাইড গুগল হতে বিশ্বের সেরা লোকাল গাইড কমিউনিটির পুরষ্কার অর্জন করে। তার অসামান্য অবদানের জন্য ২০২০ সালে একমাত্র বাংলাদেশি হিসাবে তাকে গুগল লোকাল গাইড কানেক্টসগাইডিং স্টার’ খেতাবে ভূষিত করে।

Post a Comment

0 Comments